সরকার হটানোর আন্দোলনে থাকা বিএনপি আবারও ‘ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাস’ শুরু করেছে মন্তব্য করে সবাইকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা।
রোববার দেশের বিভিন্ন জেলায় আরও ৫০টি মডেল মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে তার এ আহ্বান আসে।
আগের দিন ঢাকার প্রবেশপথে বিএনপির অবস্থান কর্মসূচি ঘিরে সংঘাত এবং বাস পোড়ানোর প্রসঙ্গ ধরে শেখ হাসিনা বলেন, “তাদের (বিএনপি) চরিত্র তো জানেন, তারা অগ্নিসন্ত্রাসী। গতকালকেও দেখেছেন। কতগুলো বাস পুড়িয়েছে।
“এর আগেও জীবন্ত মানুষগুলোকে পুড়িয়ে পুড়িয়ে হত্যা করেছে। গতকালকেও তাদের ভয়ঙ্কর অগ্নিসন্ত্রাসী রূপ আবার দেখলাম। বাংলাদেশে যেন এ ধরনের সন্ত্রাসীরা ক্ষতি করতে না পারে সেজন্য সকলের কাছে আমার আহ্বান থাকল।"
প্রধানমন্ত্রী গণভবন থেকে ভিডিও কনফারেন্সের মাধ্যমে মসজিদ ও ইসলামিক সাংস্কৃতিক কেন্দ্রের উদ্বোধনী অনুষ্ঠানে যুক্ত হন। ইসলামের প্রচার ও প্রসারে তার সরকারের নেওয়া বিভিন্ন উদ্যোগের কথা তিনি অনুষ্ঠানে তুলে ধরেন।