দেশের আসন্ন জাতীয় সংসদ নির্বাচন নিয়ে শাসক আওয়ামী লীগ তো বটেই, তার প্রধান রাজনৈতিক প্রতিপক্ষ বিএনপির অবস্থান বেশ পরিষ্কারভাবেই আমরা জানি। আওয়ামী লীগ যেখানে বর্তমান সরকারের অধীনে নির্বাচন অনুষ্ঠানে বদ্ধপরিকর, সেখানে বিএনপি বলছে– তারা কোনোভাবেই বর্তমান সরকারের অধীনে নির্বাচন করবে না। তবে ধোঁয়াশা ছিল জাতীয় সংসদের বিরোধী দল জাপা বা জাতীয় পার্টির এ ক্ষেত্রে অবস্থান নিয়ে। তারা বর্তমান সরকারের অধীনে এ পর্যন্ত অনুষ্ঠিত সব নির্বাচনে অংশ নিলেও, বিশেষত দলটির চেয়ারম্যান বরাবরই বলে আসছিলেন– এ সরকারের পক্ষে সুষ্ঠু নির্বাচন অনুষ্ঠান অসম্ভব। তাঁর সরকারবিরোধী কথাবার্তা এমন পর্যায়ে পৌঁছায় যে, এক পর্যায়ে রাজনৈতিক পর্যবেক্ষকদের মধ্যে দ্বন্দ্ব জেগে যায়– অন্তত দশম সংসদ নির্বাচনে শাসক দলের উদ্ধারকর্তা বলে পরিচিত দলটি হয়তো এবার সে দায়িত্ব নেবে না। ওই নির্বাচন বিএনপিসহ প্রায় সব বিরোধী দল অবাধ ও সুষ্ঠু হবে না বলে বর্জন করেছিল।