আগামী ২০২৩-২৪ অর্থবছরের জাতীয় বাজেটে জল, স্থল ও আকাশ—তিন পথেই ভ্রমণকর বৃদ্ধির প্রস্তাব দিচ্ছে সরকার। জাতীয় রাজস্ব বোর্ড (এনবিআর) সূত্রে এ খবর পাওয়া গেছে। প্রস্তাব অনুমোদিত হলে মানুষের ভ্রমণব্যয় বাড়বে।
প্রস্তাব অনুযায়ী, আগামী জুলাই মাস থেকে আকাশপথে উত্তর আমেরিকা, দক্ষিণ আমেরিকা, ইউরোপ, আফ্রিকা, অস্ট্রেলিয়া, নিউজিল্যান্ড, চীন, জাপান, হংকং, উত্তর কোরিয়া, ভিয়েতনাম, লাওস, কম্বোডিয়া ও তাইওয়ানে যেতে যাত্রীদের ছয় হাজার টাকা ভ্রমণকর দিতে হবে। এসব দেশে যাওয়ার সময় বর্তমানে ভ্রমণকর দিতে হয় চার হাজার টাকা।
এ ছাড়া আকাশপথে সার্কভুক্ত কোনো দেশে যেতে ভ্রমণকর দিতে হবে ২ হাজার টাকা, বর্তমানে যা ১ হাজার ২০০ টাকা।