ডিসেম্বরের মধ্যে রাজাকারদের তালিকা প্রকাশ: মুক্তিযুদ্ধমন্ত্রী

জাগো নিউজ ২৪ প্রকাশিত: ২৫ এপ্রিল ২০২৩, ১৯:০৭

রাজাকারের তালিকার নীতিমালা তৈরি করা হয়েছে বলে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়কমন্ত্রী আ ক ম মোজাম্মেল হক। তিনি বলেন, রাজাকারের তালিকার কাজ চলছে। ডিসেম্বরের মধ্যে এ তালিকা প্রকাশ করা সম্ভব হবে।


মঙ্গলবার (২৫ এপ্রিল) দুপুর ২টায় সিলেটের হযরত শাহজালাল (র.) মাজার মসজিদে জোহরের নামাজ আদায় শেষে মাজার জিয়ারত করেন মন্ত্রী। এরপর সাংবাদিকদের এক প্রশ্নের জবাবে তিনি একথা বলেন।


মন্ত্রী আরও বলেন, ‘রাজাকারের তালিকা তৈরি করার জন্য আগে কোনো আইন ছিল না। বিগত পার্লামেন্টে এ আইন পাস হয়েছে। মুক্তিযুদ্ধবিষয়ক সংসদীয় কমিটির সভাপতি শাজাহান খান এমপিকে আহ্বায়ক করে তালিকা প্রণয়নের জন্য এবং নিয়মাবলী অর্থাৎ কীভাবে প্রণয়ন করবেন তা নির্ধারণের জন্য তাকে দায়িত্ব দিয়ে কমিটি করে দেওয়া হয়েছে। আশা করা যায়, ডিসেম্বরের মধ্যে তালিকা প্রকাশ করা সম্ভব হবে।’

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us