ঢাকা মহানগর উত্তর বিএনপির আহ্বায়ক আমান উল্লাহ আমান বলেছেন, ‘আওয়ামী লীগকে দেশের জনগণ আর বিশ্বাস করে না। তাদের ফাঁদে জনগণের দল বিএনপি আর যাবে না। তাদের পাতানো নির্বাচন-নির্বাচন খেলায় আর অংশ নেবে না। এবার আর কোনো টেষ্ট খেলা হবে না। এবার হবে ফাইনাল খেলা। সরকারের পতন ঘটিয়ে, দেশের গণতন্ত্র ফিরিয়েই ঘরে ফিরবো।’
শনিবার রাজধানীর মোহাম্মদপুর এলাকার বসিলা নিরা কমিউনিটি সেন্টারে মোহাম্মদপুর এলাকার ২৯, ৩১, ৩২, ৩৩ ও ৩৪নং ওয়ার্ড সম্মেলনে তিনি এসব কথা বলেন। এর আগে একই স্থানে বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া ও লের মহাসচিব মির্জা ফখরুল ইসলামের রোগমুক্তির জন্য বিশেষ দোয়া মিলাদের আয়োজন করা হয়। ঢাকা মহানগর উত্তর বিএনপি এই দোয়া মিলাদের আয়োজন করে।
ঢাকা মহানগর উত্তরের সদস্য সচিব আমিনুল হক বলেন, ‘ভালো কিছু অর্জনে ত্যাগ স্বীকার করতে হয়। এবারও আমাদেরকে সেই ত্যাগ স্বীকারের জন্য প্রস্তুত হতে হবে। রাজপথের আন্দোলনে সামনের সারিতে থাকার জন্য প্রত্যেককে তৈরি হতে হবে। এজন্য বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান তৃণমূল থেকে নেতৃত্ব নির্বাচনের গণতান্ত্রিক সিদ্ধান্ত নিয়েছেন। যাতে ত্যাগী, যোগ্য ও সাহসীরা সামনে আসতে পারেন। সামনের আন্দোলন হবে আমাদের মুক্তির আন্দোলন, দেশের গণতন্ত্র প্রতিষ্ঠার আন্দোলন, মানুষের অধিকার প্রতিষ্ঠার আন্দোলন।’