গোটা বিশ্বজগতে আল্লাহতায়ালা যাকে সবচেয়ে উন্নত ও মহান গুণাবলী ও অনন্য বৈশিষ্ট্য দিয়ে সৃষ্টি করেছেন তিনি হলেন শ্রেষ্ঠনবি হজরত মুহাম্মদ মুস্তফা (সা.)।
বিশ্ব নবির প্রশংসায় স্বয়ং আল্লাহতায়ালা বলেন, ‘লাকাদ যা আকুম রাসুলু মিন আনফুসিকুম আজিজুন আলাইহিম আনিতুম হারিছুন আলাইকুম বিল মুমিনিনা রাউফুর রাহিম’। অর্থাৎ ‘নিশ্চয় তোমাদেরই মাঝ থেকে এক রাসুল তোমাদের কাছে এসেছে। তোমাদের কষ্ট ভোগ করা তার কাছে অসহনীয় এবং সে তোমাদের কল্যাণের পরম আকাঙ্ক্ষী। সে মুমিনদের প্রতি অতি মমতাশীল ও বার বার কৃপাকারী’ (সুরা আত তাওবা, আয়াত: ১২৭)।