কর দিয়ে পাচার হওয়া অর্থ ফিরিয়ে আনতে প্রস্তাবিত বাজেটে দেওয়া সুযোগের পক্ষে-বিপক্ষে আলোচনা অব্যাহত রয়েছে জাতীয় সংসদে। সোমবার (২০ জুন) সংসদের বৈঠকে সরকারি দলের জিল্লুল হাকিমের পাশাপাশি বিকল্প ধারার মহাসচিব আবদুল মান্নান প্রস্তাবের পক্ষে বক্তব্য দেন। বিপক্ষে বলেছেন জাতীয় পার্টির সদস্য মাসুদ উদ্দিন চৌধুরী।
এর আগে স্পিকার ড. শিরীন শারমিন চৌধুরীর সভাপতিত্বে সংসদের বৈঠক শুরু হয়।
২০২২-২৩ সালের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে এর আগেও একাধিক সদস্য পাচার করা অর্থ ফিরিয়ে আনার সুযোগের বিরোধিতা করেন। সংসদের বাইরেও এই ইস্যুতে বিভিন্ন সংগঠনের পক্ষ থেকে বিরোধিতা করা হচ্ছে।