বাংলাদেশ গার্মেন্ট এক্সেসরিজ অ্যান্ড প্যাকেজিং ম্যানুফ্যাকচারার্স অ্যান্ড এক্সপোর্টার্স অ্যাসোসিয়েশন (বিজিএপিএমইএ) মনে করে, স্বাধীনতা-উত্তরকালে সর্বাধিক ব্যবসা ও বিনিয়োগবান্ধব বাজেট উপস্থাপন করা হয়েছে।
এবারের ঘোষিত বাজেটে সব রপ্তানিমুখী খাতে সমসুযোগ করপোরেট কর পোশাক শিল্পের মতো সমরূপ অর্থাৎ গ্রিন ফ্যাক্টরির ক্ষেত্রে ১০ শতাংশ এবং অন্যান্য সাধারণ ফ্যাক্টরির ক্ষেত্রে ১২ শতাংশ নির্ধারণসহ অনেক ইতিবাচক পদক্ষেপ রয়েছে।
তবে রপ্তানিতে উৎসে কর ১ শতাংশের পরিবর্তে আগের ০.৫০ শতাংশ বহাল এবং পরবর্তী ৫ বছরের জন্য তা বলবৎ রাখার আবেদন জানিয়েছে সংগঠনটি।