২০২২-২৩ অর্থবছরের প্রস্তাবিত বাজেটে তথ্যপ্রযুক্তি খাতের উন্নয়নে প্রস্তাবের “আশানুরূপ প্রতিফলন ঘটেনি” বলে মত প্রকাশ করেছে দেশে সফটওয়্যার নির্মাতাদের শীর্ষ সংগঠন ‘বাংলাদেশ অ্যাসোসিয়েশন অফ সফটওয়্যার অ্যান্ড ইনফর্মেশন সার্ভিসেস’ (বেসিস)।
বৃহস্পতিবার জাতীয় সংসদে ২০২২-২৩ অর্থবছরের জন্য ৬ লাখ ৭৮ হাজার ৬৪ কোটি টাকার উপস্থাপিত বাজেটে বিগত বছরের সংশোধিত বাজেটের তুলনায় তথ্যপ্রযুক্তি খাতের জন্য বরাদ্দ প্রায় ২৭৪ কোটি টাকা বাড়লেও এর বিষয়ে “সুস্পষ্ট কোনো ধারণা বা ইঙ্গিত” না থাকার কথা উল্লেখ করেছে সংগঠনটি।
বেসিস সহ-সভাপতি (প্রশাসন) আবু দাউদ খান বলেন, “এই অর্থ কোন কোন প্রকল্প বা খাতে ব্যয় হবে এবং তার মাধ্যমে তথ্যপ্রযুক্তি শিল্প এবং এই খাতের ব্যবসায়ীরা কীভাবে উপকৃত হবে সে বিষয়ে সুস্পষ্ট কোনো ধারণা বা ইঙ্গিত পাওয়া যায়নি।”
পাশাপাশি বাজেটে সংগঠনটির দেওয়া প্রস্তাবনার কোনো প্রতিফলন না মেলার বিষয়ও উঠে এসেছে শনিবার সংগঠনটির মিলনায়তনে আয়োজিত সংবাদ সম্মেলনে।