আবু দাউদ খান
নোকিয়া বাংলাদেশের কান্ট্রি ম্যানেজার
আবু দাউদ খান ব্যবস্থাপনা পরিচালক ও সিইও হিসেবে দায়িত্ব পালন করছেন এনরুট ইন্টারন্যাশনাল লিমিটেডের। স্কুল জীবন শেষ করেন ঝিনাইদাহ ক্যাডেট কলেজ থেকে তারপর ইনস্টিটিউট অব বিজনেস এ্যাডমিনিস্ট্রেশন (আইবিএ) থেকে মাস্টার অব বিজনেস এডমিনিস্ট্রেশন (এমবিএ) ডিগ্রি অর্জন করেন। ২০ বছরের কর্মজীবনে টেলিকম, জাতীয় ও অান্তর্জাতিক অনেক প্রতিষ্ঠানে কর্মরত ছিলেন। ২০০১ সালে ব্রিটিশ অামেরিকান টোব্যাকো দিয়ে তার কর্মজীবন শুরু। ২০০৭ সালে সনি এরিকসন মোবাইল কমিউনিকেশন ইন্টারন্যাশনালে এবং তারপর নকিয়া ইমার্জিং এশিয়ায় হেড অব সেলস হিসেবে যোগদান করেন। পরবর্তীতে নকিয়া ইমার্জিং এশিয়া লিমিটেডের কান্ট্রি ম্যানেজার হন। তিনি নোকিয়ার সবচেয়ে কম বয়সী কান্ট্রি ম্যানেজার ছিলেন। এই সময় বাংলাদেশ, শ্রীলংকা এবং নেপালের অঞ্চলের ব্যবসা উন্নয়ন ও সম্প্রসারণ কৌশল প্রণয়ন ও বাস্তবায়নের দায়িত্ব নেন তিনি। দায়িত্ব পালনের সময় তিনি নোকিয়া ফোনে যাতে অামাদের দেশীয় অ্যাপ ব্যবহার করা যায় তার জন্য প্রোগ্রামার এবং ডেভলাপারদের নিয়ে কাজ শুরু করেন। ডেইলি স্টার এপ, ওয়েদার ফোরকাস্ট, পরীক্ষার রেজাল্ট দেখার এপ স্কোরবোর্ড ইত্যাদি সেসব কাজের মধ্যে অন্যতম।
Join Priyo to discover more contents
আরো কন্টেন্ট দেখতে প্রিয়তে যোগ দিন