২০২২-২৩ অর্থবছরের বাজেটে সরকারের পরিচালন বাজেট ধরা হচ্ছে ৪ লাখ ৩১ হাজার ৬৫৭ কোটি টাকা। এর মধ্যে ভর্তুকি প্রণোদনা ও নগদ ঋণ, ঋণের সুদ পরিশোধ এবং সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতা দিতেই ব্যয় হবে ৩ লাখ ৩৩ হাজার ৮৩২ কোটি টাকা। অর্থ মন্ত্রণালয় সূত্রে এসব তথ্য জানা গেছে।
সূত্র জানিয়েছে, অর্থ বিভাগের প্রস্তাবে বলা হয়েছে, আন্তর্জাতিক বাজারের সঙ্গে মূল্য সমন্বয় করা না হলে আগামী অর্থবছরে বিদ্যুৎ খাতে ভর্তুকি বাবদ ১৮ হাজার কোটি টাকা বরাদ্দ দিতে হবে। এটি চলতি অর্থবছরের তুলনায় দ্বিগুণ। চলতি বাজেটে বিদ্যুৎ খাতে ৯ হাজার কোটি টাকা ভর্তুকি বরাদ্দ রয়েছে।
আর সরকারের প্রস্তাবিত নতুন বাজেটে ২০২২-২৩ অর্থবছরেরে জন্য খাদ্য ভর্তুকি বাবদ ৬ হাজার ৭৪৫ কোটি টাকা লাগতে পারে। চলতি ২০২১-২২ অর্থবছর এ খাতে বরাদ্দ দেওয়া হয়েছে ৬ হাজার কোটি টাকা।