পুলিশে ঢুকেই আলেপ উদ্দিন হয়ে উঠেছিলেন আওয়ামী লীগ সরকারের আস্থাভাজন। চাকরির এক বছর পরই তাঁকে র্যাবে পাঠানো হয়। র্যাব-১১-তে দায়িত্ব পালনকালে তিনি গুম ও ক্রসফায়ার করে হাত পাকান। র্যাব সদর দপ্তরের গোয়েন্দা ইউনিটে গিয়ে এই কর্মে অভিজ্ঞতা বাড়ান।
তিনি ঢাকা-নারায়ণগঞ্জ মিলিয়ে অন্তত ২০টি গুমের সঙ্গে জড়িত।
কুড়িগ্রামের সাধারণ পরিবারে জন্ম নেওয়া আলেপ পুলিশে চাকরি পাওয়ার পরপরই বদলে যেতে থাকেন। অল্প সময়েই তিনি কোটি কোটি টাকার মালিক বনে যান। তবে টাকা তিনি নিজের কাছে না রেখে ম্যানেজার নিয়োগ করেছেন।