সংবিধান ও রাষ্ট্রব্যবস্থার গণতান্ত্রিক সংস্কার এবং অর্থনৈতিক মুক্তির লক্ষ্যে গত বছরের ১৩ জুলাই ৩১ দফা ঘোষণা করে বিএনপি। এর এক বছর পর গত ৫ আগস্ট আওয়ামী লীগ সরকারের পতনের মধ্য দিয়ে রাষ্ট্রক্ষমতার পটপরিবর্তন হয়। গঠন করা হয় অন্তর্বর্তীকালীন সরকার। সেই সরকার এরই মধ্যে রাষ্ট্র সংস্কারে বিভিন্ন কমিশন গঠন করেছে। এ নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে দেখা দিয়েছে নানা প্রশ্ন, বিতর্ক ও মতানৈক্য।
বিএনপি ঘোষিত ৩১ দফা নিয়ে অন্য রাজনৈতিক দলগুলো কী ভাবছে, তাদের প্রস্তাব বা পরামর্শ কী, সেসব কথাই উঠে এসেছে বিএনপি আয়োজিত এক সেমিনারে। যেখানে বিভিন্ন দলের নেতারা কথা বলেছেন ৩১ দফা নিয়ে।
বৃহস্পতিবার (১৪ নভেম্বর) রাজধানীর হোটেল লেকশোরে ‘৩১ দফা রাষ্ট্র কাঠামো মেরামতের রূপরেখা ও নাগরিক ভাবনা’ শীর্ষক ওই সেমিনারে প্রধান অতিথির বক্তব্য রাখেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। তার দল ক্ষমতায় গেলে কী করতে চান, সেসব প্রতিশ্রুতিও ব্যক্ত করেন তিনি।
স্বাগত বক্তব্যে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, বর্তমান অন্তর্বর্তীকালীন সরকার রাষ্ট্র সংস্কারের যে উদ্যোগ নিয়েছে, সেখানে বিএনপি ঘোষিত ৩১ দফার সঙ্গে অনেকটাই মিল রয়েছে।