বাদীই যদি হয়ে পড়ে আসামি

দেশ রূপান্তর মঈদুল ইসলাম প্রকাশিত: ১৯ মে ২০২১, ১২:১৯

দশচক্রে ভগবান হয় ভূত, আর প্রয়োগ-চক্করে আইন হয়ে পড়ে কিম্ভূত! বিচিত্র কত কিছুই না ঘটে বিচিত্র এই ভুবনে, বিচিত্র এই দেশে! বিচিত্র প্রয়োগে আইনের কিম্ভূতদশার দেখা অল্প-বিস্তর পেয়েছি বিচারিকজীবনে। তবে, এমন বিচিত্রের দেখা পাইনি আগে। পেলাম শেষকালে বিচারকর্ম ছেড়ে ডেপুটেশনে দুদকে (দুর্নীতি দমন কমিশন) এসে, আইনি মতামতের জন্য। সরকারি এক দপ্তরের তহবিল তছরুপের ঘটনায় সেই দপ্তরের এক কর্মকর্তা অপর কয়েকজন কর্মকর্তার বিরুদ্ধে থানায় এজাহার করেন।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us