মিতু হত্যা ও বাবুল আক্তার: তদন্তে গোড়া থেকে গলদে ভরপুর

প্রথম আলো আলী ইমাম মজুমদার প্রকাশিত: ১৪ সেপ্টেম্বর ২০২২, ১৪:২৭

২০১৬ সালের ৫ জুন সকালে চট্টগ্রাম মহানগরীর জিইসি মোড়ে আততায়ীর হাতে নিহত হন মাহমুদা আক্তার মিতু। চট্টগ্রাম মহানগর পুলিশের তৎকালীন এসপি বাবুল আক্তারের স্ত্রী তিনি। হতভাগ্য মিতু নিজের সন্তানকে স্কুলের গাড়িতে তুলে দিতে বাসা থেকে রাস্তার মোড়ে এসেছিলেন। সেখানে তাঁকে গুলি করে হত্যা করা হয়।


এই হত্যার ঘটনায় মিতুর স্বামী বাবুল আক্তার যে মামলা করেছিলেন, তাতে তাঁকেই প্রধান আসামি করে গতকাল আদালতে অভিযোগপত্র জমা দিয়েছে মামলার তদন্ত সংস্থা পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। মামলার প্রধান আসামি বাবুল আক্তার জেলহাজতে।


এর মধ্যে আদালতে এক আবেদনে বাবুল আক্তার অভিযোগ করেছেন, পুলিশি হেফাজতে থাকাকালে তাঁর কাছ থেকে স্বীকারোক্তিমূলক জবানবন্দি জোর করে আদায় করার জন্য সংশ্লিষ্ট তদন্ত কর্মকর্তারা তাঁদের ঊর্ধ্বতন কর্মকর্তাদের নির্দেশে তাঁকে নির্যাতন করেছেন। এ আবেদন সংশ্লিষ্ট আদালত নিষ্পত্তি করবেন। তাই বিষয়টি অনালোচিত রইল।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us