পদ্মা সেতুর ৪১টি স্প্যানের মধ্যে বসতে বাকি আর মাত্র তিনটি। বাকি ৩টি স্প্যানের মধ্যে শুক্রবার সেতুতে বসানো হতে পারে ৩৯তম স্প্যান ‘টু-ডি’।
সেতুর মুন্সীগঞ্জের মাওয়া অংশে ১০ও ১১ পিয়ারে এটি বসানো হবে। এতে দৃশ্যমান হতে যাচ্ছে সেতুর ৫হাজার ৮৫০মিটার অংশ। ৩৮তম স্প্যান বসানোর ৬দিনের মাথায় ৩৯তম স্প্যানটি বসতে হতে যাচ্ছে। আর চলতি নভেম্বর মাসে এনিয়ে সেতুতে মোট ৪টি স্প্যান বাসানোর কাজ সম্ভব হবে।