১২০ কিলোমিটার গতিতে ট্রেন চলাচলের জন্য পুরোপুরি প্রস্তুত পদ্মা সেতু। ইতোমধ্যে সেতুর রেলপথের সব কাজ সম্পন্ন হয়েছে। এখন ঢাকার অংশ পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে চার কিলোমিটার রেললাইনের নির্মাণকাজ চলছে। এই রেললাইন তৈরির কাজ সম্পন্ন হলে আগামী সেপ্টেম্বরে ঢাকা থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙ্গা পর্যন্ত ট্রেন চলাচল শুরু হবে।
প্রকল্প সংশ্লিষ্টরা বলছেন, রাজধানী থেকে পদ্মা সেতু হয়ে ফরিদপুরের ভাঙা পর্যন্ত ৮১ কিলেমিটার রেলপথে ট্রেন চলবে আগামী সেপ্টেম্বরে। পাশাপাশি যশোর অংশের ১৭২ কিলোমিটারে ট্রেন চলবে আগামী বছরের জুনে। সবমিলিয়ে প্রকল্পের কাজ ৮০ শতাংশ শেষ হয়েছে। এর মধ্যে ভাঙ্গা পর্যন্ত রেলপথ বাসানোর কাজ শেষ হয়েছে। ভাঙ্গা থেকে যশোর পর্যন্ত রেলপথের কাজ বাকি আছে ৩০ শতাংশ।
প্রকল্প সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কথা বলে জানা গেছে, ঢাকার পথকে পদ্মা সেতুর সঙ্গে যুক্ত করতে আধা কিলোমিটারে পাথর এবং চার কিলোমিটার পাথরবিহীন রেলপথ নির্মাণের কাজ চলছে। রাতদিন পুরোদমে চলছে এই অংশের কাজ। নির্ধারিত সময়ের মধ্যে এই অংশের কাজ শেষ হয়ে যাবে বলে আশা তাদের।