পাকিস্তানের ওয়ানডে দল এখন অস্ট্রেলিয়ায়। প্রথম ওয়ানডেতে ব্যাটিং ব্যর্থতার পরেও হারিস রউফ আর শাহিন আফ্রিদির কল্যাণে ম্যাচ জমিয়ে তুলেছিল সফরকারীরা। কিন্তু মেলবোর্নে যেন ভাগ্যটা পাশে পাওয়া হচ্ছে না পাকিস্তানের। টি-টোয়েন্টি বিশ্বকাপে এই মাঠেই ভারত আর ফাইনালে ইংল্যান্ডের বিপক্ষে কাছে গিয়েও ম্যাচ জেতা হয়নি তাদের।
তেমনটাই হল গতকালের ম্যাচে। স্বাগতিকদের ৮ উইকেট তুলে নিলেও ম্যাচ জেতা হয়নি পাকিস্তানের। ওয়ানডে দল যখন অস্ট্রেলিয়ায় ম্যাচ হেরেছে, তখন টি-টোয়েন্টি দলের সদস্যরা ঘরের মাঠে করেছেন অভিনব এক অনুশীলন। অস্ট্রেলিয়ার বাউন্সি উইকেটের কথা মাথায় রেখে মার্বেলের চাঁই সামনে রেখে অনুশীলন করছেন উসমান খান, ওমাইর বিন ইউসুফরা।
প্রথম ওয়ানডেতে হারের পর এমন অনুশীলনের কারণ ব্যাখ্যা করেছেন টি-টোয়েন্টি দলে থাকা উসমান খান, ‘প্রথম ওয়ানডেতে আমাদের পারফরম্যান্স দেখার পর আমরা বুঝতে পারি অস্ট্রেলিয়ার বাড়তি বাউন্সের জন্য আমাদের প্রস্তুত হতে হবে। মার্বেলের চাঁইয়ে অনুশীলন আমাদের দ্রুতগতির পিচে টাইমিং এবং শট খেলতে আরও সাবলীল করবে।’