পাহাড়ের মাঝখান থেকে ঝরনার উত্পত্তি ঘটে। কিন্তু কঙ্গোয় যা হল, তাতে সব্বাই অবাক। পাহাড় ফেটে বেরিয়ে আসে টন টন তামা। সেই দৃশ্য দেখে লোকজনের চোখ কপালে উঠেছে। এখন সকলের হাতেই স্মার্টফোন। তড়িঘড়ি ভিডিয়ো তুলে নিচ্ছেন প্রত্যক্ষদর্শীরা। সেই ভিডিয়ো এখন নেটদুনিয়ায় তোলপাড় ফেলেছে। তাতে কেউ বিস্মিত, কেউ খুশি, কেউ আবার সাবধানবাণী শুনিয়েছেন কঙ্গোবাসীকে।
দু'দিন ধরে ভাইরাল খবরের শিরোনামে মধ্য আফ্রিকার গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্র। একটি ভাইরাল হওয়া ভিডিয়োতে দেখা যাচ্ছে, বিশাল বিস্ফোরণের শব্দে ধস নামছে একটি পাহাড়ে। আর তা থেকে ছিটকে বেরোচ্ছে তাল তাল প্রাকৃতিক তামা। তামার পরিমাণ বোঝা না গেলেও, কয়েক হাজার টন ওজনের তামা এর থেকে মিলবে বলে আশা সকলের। পাহাড় ফাটার সেই দৃশ্য দেখে প্রত্যক্ষদর্শীরা হতবাক। তাঁদের তোলা ভিডিয়ো দেখে শোরগোল পড়েছে নেটিজ়েনদের মধ্যে। ঘটনাটি গণতান্ত্রিক কঙ্গো প্রজাতন্ত্রের হাউত-কাতাঙ্গা প্রদেশের কাতাঙ্গা অঞ্চলের। এই এলাকা মধ্য আফ্রিকান কপারবেল্টের অংশ। এখানেই সঞ্চিত আছে বিশ্বের সবচেয়ে বেশি খনিজ সম্পদ।