হাড় হিম করা দৃশ্য, মেঘের উপর হেঁটে নতুন বিশ্ব রেকর্ড দুই জার্মান স্ল্যাকলাইনারের

এইসময় (ভারত) প্রকাশিত: ২১ নভেম্বর ২০২৪, ১৭:০০

মাদারির খেলা হয়তো অনেকেই দেখেছেন। দুই দিকে ফুট খানেক লম্বা বাঁশের খুঁটিতে দড়ি বেঁধে হাসতে হাসতে হেঁটে বেড়ান তাঁরা। সার্কাসেও দড়ির উপর দিয়ে হেঁটে যাওয়ার খেলা দেখে হাততালি দিয়েছেন। কিন্তু কাউকে আড়াই হাজার মিটার উপরে ঝুলে থাকা দড়িতে হাঁটতে দেখেছেন কখনও? এ বার হয়তো দেখবেন। এর কারণ, মেঘের উপরে হাঁটার সেই দুঃসাহসী দৃশ্য এখন হুহু করে ভাইরাল হয়ে চলেছে।


জার্মানির ফ্রিডি কুহেন এবং লুকাস ইর্মলার নামে দুই যুবক সম্প্রতি এক অসাধ্য সাধন করে সকলকে তাক লাগিয়ে দিয়েছেন। স্ল্যাকলাইনে হেঁটে গড়েছেন এক বিশ্ব রেকর্ড। অবশ্য এ ক্ষেত্রে তাঁরা নিজেদেরই রেকর্ড ভেঙেছেন।


মাটি থেকে প্রায় ২,৫০০ মিটার কিংবা ৮,২০২ ফিট উপরে ঝুলে থাকা দড়ি দিয়ে হেঁটেছেন তাঁরা। দড়ির দুই প্রান্ত আটকানো ছিল দুটি হট এয়ার বেলুনে। বাতাসে ভেসে থাকা বেলুন দুটিতে আটকে থাকা দড়ি ভাসছিল ধবধবে সাদা মেঘের উপর। দুই দুঃসাহসী যুবক হাসতে হাসতে সেই দড়ির উপর দিয়ে হেঁটে যান। তাঁদের এই দৃশ্য দেখার সময় আপনা থেকেই নিঃশ্বাস আটকে যাবে।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us