ঘরের মাঠে টেস্ট সিরিজে নিউজিল্যান্ডের কাছে ৩-০ ব্যবধানে হোয়াইটওয়াশ ভারত। দেশটির ক্রিকেটাঙ্গনে গেল গেল রব পড়ে গেছে। সামনে অস্ট্রেলিয়ার মাটিতে সিরিজ।
১০ নভেম্বর ভারতীয় টিম অস্ট্রেলিয়া যাবে। ২২ নভেম্বর শুরু পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ। বর্ডার-গাভাস্কার ট্রফিতে রয়েছে একটি গোলাপি বলে দিন-রাতের ম্যাচও। প্রবল চাপে ভারতীয় দল।
তবে নিউজিল্যান্ডের কাছে ভারতের এই হারকে অস্ট্রেলিয়ার জন্য সতর্কবার্তা হিসেবে দেখছেন জস হ্যাজেলউড। অসি এই তারকা পেসার মনে করছেন, ভারতকে হারিয়ে ঘুমন্ত দৈত্যকে জাগিয়ে দিয়েছে নিউজিল্যান্ড।