নেশনস লিগে ফ্রান্স–ইসরায়েল ম্যাচ বাতিলের দাবি তুলেছেন ফিলিস্তিনের সমর্থকেরা। গতকাল এই ম্যাচ বাতিলের দাবিতে ফ্রান্স ফুটবল ফেডারেশনের সামনে প্রতিবাদ কর্মসূচি পালন করেছেন তাঁরা।
ফরাসি সংবাদমাধ্যম ও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া ভিডিওতে দেখা গেছে, বিক্ষোভকারীদের কেউ কেউ প্যারিসে ফ্রান্সের ফুটবল ফেডারেশনের সদর দপ্তরের মেঝেতে শুয়ে ছিলেন। কেউ আবার প্ল্যাকার্ড ও ফিলিস্তিনের পতাকা হাতে নিয়ে এবং বিভিন্ন রাজনৈতিক স্লোগানে প্রতিবাদ করছেন।
বিক্ষোভকারীদের স্লোগানের ভাষা ছিল এমন, ‘না, না, স্তাদ দি ফ্রান্সে ফ্রান্স-ইসরায়েলের ম্যাচ হবে না।’ এ বিষয়ে ফ্রান্স ফুটবল ফেডারেশনের কোনো বন্তব্য পাওয়া যায়নি। ফরাসি সংবাদমাধ্যমগুলো জানিয়েছে, শান্তিপূর্ণভাবে দমন করেছে পুলিশ।
ফ্রান্স ফুটবল কর্তৃপক্ষ অবশ্য গত মাসেই জানিয়েছিল, দর্শকদের উপস্থিতিতে হবে ফ্রান্স-ইসরায়েল ম্যাচ। একই টুর্নামেন্টে নিরাপত্তাশঙ্কা থাকার পরও ইসরায়েল–ইতালি ম্যাচ ভালোভাবেই আয়োজন করেছিল ইতালি। এরপরই এমন সিদ্ধান্ত জানিয়েছিল ফ্রান্স। ১৪ নভেম্বর ফ্রান্সের বিপক্ষে ইসরায়েলের ম্যাচটি হওয়ার কথা।