অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলার আসামি টেকনাফ থানার পুলিশ কনস্টেবল রুবেল শর্মাকে দ্বিতীয় দফায় পাঁচ দিনের রিমান্ডে নিয়েছে র্যাব।
বুধবার দুপুরে কক্সবাজার সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহ পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেন। কনস্টেবল রুবেল শর্মা টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) প্রদীপ কুমার দাশের অন্যতম সহযোগী ছিলেন।
মামলার তদন্ত কর্মকর্তা ও র্যাব-১৫ কক্সবাজারের সিনিয়র সহকারী পুলিশ সুপার মো. খাইরুল ইসলাম সাংবাদিকদের বলেন, সিনহা হত্যা মামলায় সঙ্গে জড়িত থাকার অভিযোগে কনস্টেবল রুবেল শর্মাকে গ্রেপ্তার দেখানো হয়। বুধবার দ্বিতীয় দফায় তাঁকে জিজ্ঞাসাবাদের জন্য আদালতে আট দিনের রিমান্ড চেয়ে আবেদন করা হয়। আদালত পাঁচ দিনের রিমান্ড মঞ্জুর করেছেন। এর আগে গত ৩০ সেপ্টেম্বর প্রথম দফায় রুবেল শর্মাকে সাত দিনের রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হয়েছিল। তখন সিনহা হত্যাকাণ্ডের বিষয়ে রুবেল শর্মা গুরুত্বপূর্ণ অনেক তথ্য দিয়েছেন। এখন আরও জিজ্ঞাসাবাদ প্রয়োজন।