মেজর (অব.) সিনহা হত্যা মামলার রায় শুধু তার পরিবারের বিজয় নয়, বরং এটি টেকনাফ পুলিশের 'ক্রসফায়ারে' স্বজন হারানো সব পরিবারের বিজয়।
গতকাল মঙ্গলবার সিনহার বড় বোন শারমিন শাহারিয়া ফেরদৌস দ্য ডেইলি স্টারকে এ কথা জানান।
তিনি বলেন, 'যতবার আমি আদালতে উপস্থিত হয়েছি, সেখানে দেখেছি অন্যান্য ভুক্তভোগীদের পরিবারের সদস্যরাও সেখানে ছিলেন। আমি আমার নিজের ভাইয়ের জন্য ন্যায়বিচার চাইছিলাম, কিন্তু প্রতিবারই আমার মনে হয়েছে আমি তাদের জন্যও সংগ্রাম করছি। তারা অনেক বেশি অরক্ষিত এবং প্রান্তিক।'