পুলিশের বিরুদ্ধে যত অভিযোগ - কেন অপরাধে জড়ায় তারা?

বিবিসি বাংলা (ইংল্যান্ড) প্রকাশিত: ০৭ ফেব্রুয়ারি ২০২২, ১১:২৪

২০১৯ সালের তেসরা ডিসেম্বর টেকনাফের হোয়াইকং ইউনিয়নের সিএনজি চালক আব্দুল জলিল টেকনাফ বাজার থেকে নিখোঁজ হন। একজন প্রতিবেশীর কাছ থেকে তার স্ত্রী সেনুয়ারা বেগম খবর পান, মি. জলিলকে পুলিশ গ্রেপ্তার করেছে। তিনি থানায় ছুটে যান, কিন্তু থানা থেকে তাকে বলা হয় যে সেখানে নেই তার স্বামী।


"তিন মাস পর আমার বাড়িতে ওসি প্রদীপ আসে। এতদিন নেই নেই বলে, তখন এসে বলে যে তোমার হাজবেন্ডকে যদি জিন্দা দেখতে চাও, ১০ লক্ষ টাকা দিতে হবে। আমি বলছি যে আমার বাড়িটা দেখেন, ১০ লক্ষ টাকা কি স্যার আমি ১০টাকাই কিভাবে দেব? আমার ঘরে ভাতের চাল পর্যন্ত নেই", বিবিসিকে বলেন সেনুয়ারা বেগম।


সেনুয়ারা বেগম যে ওসি প্রদীপের কথা বলছেন, তিনি টেকনাফ থানার বরখাস্ত হওয়া ভারপ্রাপ্ত কর্মকর্তা প্রদীপ কুমার দাশ, যাকে সম্প্রতি মেজর সিনহা নামে একজন সাবেক সেনা কর্মকর্তাকে হত্যার দায়ে মৃত্যুদণ্ড দেয়া হয়েছে কক্সবাজারের আদালতে।


ওই হত্যাকাণ্ডের আগে থেকেই মি. দাশ কক্সবাজারে আলোচিত ছিলেন তার সময়ে হওয়া একের পর এক ক্রসফায়ারের জন্য।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

তাঁদের স্বজনেরাও বিচারের আশায়

প্রথম আলো | কক্সবাজার সদর
২ বছর, ২ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us