অবসরপ্রাপ্ত মেজর সিনহা মো. রাশেদ খান হত্যা মামলায় তৃতীয় দফায় তিন দিনের রিমান্ডের শেষ দিনে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিতে আসামী বরখাস্ত এএসআই নন্দদুলালকে আদালতে তোলা হয়েছে। আজ সোমবার সকাল সাড়ে ১০টা দিকে তাকে সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট তামান্না ফারাহর আদালতে আনা হয়েছে।
মামলার তদন্তকারী সংস্থা র্যাবের পক্ষ থেকে সাংবাদিকদের এই তথ্য নিশ্চিত করা হয়েছে।এর আগে সোমবার জবানবন্দি দেন মামলার প্রধান আসামী বরখাস্ত ইন্সপেক্টর লিয়াকত আলী। সিনহা মো. রাশেদকে গুলি করার কথা স্বীকার করেছেন লিয়াকত।