পারফরম্যান্সের গ্যারান্টি নেই, তবে চেষ্টা করার গ্যারান্টি দিতে পারি: মাশরাফি
প্রকাশিত: ২৯ ফেব্রুয়ারি ২০২০, ১৪:১৭
বাংলাদেশ-জিম্বাবুয়ের ওয়ানডে সিরিজ শুরুর আগের সংবাদ সম্মেলনে নিজের ক্রিকেট চিন্তা, সামনের ক্যারিয়ার, সম্ভাব্য অবসর প্রসঙ্গে অনেক কথা বললেন মাশরাফি বিন মর্তুজা। ওয়ানডে অধিনায়কের বলা সেই কথাই ছিল অনেক প্রশ্নের সরাসরি উত্তর। তার বক্তব্যে মিলল লুকিয়ে থাকা অনেক দুঃখের স্পষ্ট প্রকাশ! বিশ্বকাপে বাংলাদেশ তিনটি ম্যাচ জিতেছিল। কিন্তু দলের খেলোয়াড় হিসেবে মাশরাফি ছিলেন পুরো ফ্লপ। ৮ ম্যাচে তার শিকার ছিল মাত্র ১ উইকেট। ৫ জুলাই বাংলাদেশের হয়ে লর্ডসে পাকিস্তানের বিপক্ষে নিজের শেষ ম্যাচ খেলেছেন মাশরাফি। বিশ্বকাপে তার ম্লান পারফরম্যান্স, ফিটনেস সঙ্কট, বিসিবির ভবিষ্যৎ চিন্তা- এসবকিছুর যোগফলে বারবার সামনে এসেছে একটাই প্রশ্ন- ‘মাশরাফি কবে অবসরে যাচ্ছেন?’