গত মাসেই জানা যায়, দ্বিতীয় সন্তানের মা হতে চলেছেন জেনিফার লরেন্স। এর পর থেকেই অস্কারজয়ী অভিনেত্রীকে নিয়ে ভক্তদের কৌতূহল। অবশেষে দেখা মিলল ৩৪ বছর বয়সী অভিনেত্রীর। গত বৃহস্পতিবার রাতে যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসের হ্যামার মিউজিয়ামে হাজির হয়েছিলেন তিনি। উপলক্ষ তথ্যচিত্র ‘ব্রেড অ্যান্ড রোজেস’–এর প্রিমিয়ার। তথ্যচিত্রটির অন্যতম প্রযোজক তিনি।
এদিন লালগালিচায় বেবিবাম্প নিয়ে হাজির হয়েছিলেন লরেন্স। কালো অফ শোল্ডার গাউনে হাজির হওয়ার পর আলোকচিত্রীদের ভিড় ছিল তাঁকে ঘিরেই।
তালেবান ফেরার পর আফগানিস্তানে নারীদের অবস্থা নিয়ে নির্মিত হয়েছে তথ্যচিত্রটি। সাহরা মানি পরিচালিত তথ্যচিত্রটি লরেন্সের সঙ্গে প্রযোজনা করেছেন জাস্টিন কিয়ারস্কি ও নোবেলজয়ী মালালা ইউসুফজাই। ২২ নভেম্বর অ্যাপল টিভি প্লাসে মুক্তির আগে অল্প কয়েকটি প্রেক্ষাগৃহে মুক্তি পাবে তথ্যচিত্রটি। ২০২৩ সালে এটি কান চলচ্চিত্র উৎসবে প্রদর্শনের পর ব্যাপক প্রশংসিত হয়। গত বছর পিপল ডটকমকে দেওয়া সাক্ষাৎকারে লরেন্স জানিয়েছিলেন, তথ্যচিত্রটি প্রযোজনা করতে তিনি ‘বাধ্য’ হয়েছেন।
‘তালেবান ক্ষমতা গ্রহণের পর দেশটিতে নারীদের সঙ্গে যা হয়েছে, সেটা মানতে পারছিলাম না। এসব খবর পড়তাম আর হতাশায় ডুবে যেতাম। কিছু একটা করতে চাইছিলাম। ‘ব্রেড অ্যান্ড রোজেস’ সে সুযোগ করে দেয়,’ বলেছিলেন লরেন্স।