তিন ফরম্যাটেই সফরকারী জিম্বাবুয়েকে সব ম্যাচে হারাল বাংলাদেশ। একমাত্র টেস্ট ম্যাচটিতে ইনিংস ব্যবধানে জিতেছিল স্বাগতিকরা। এরপর তিন ম্যাচের ওয়ানডে সিরিজে সফরকারীদের হোয়াইটওয়াশ করেছে বাংলাদেশ। ব্যতিক্রম হয়নি টি২০ সিরিজেও। প্রথম ম্যাচে স্বাগতিকরা জিতেছে ৪৮ রানের ব্যবধানে। বুধবার সিরিজের দ্বিতীয় ও শেষ ম্যাচে জয় এসেছে ৯ উইকেটের ব্যবধানে।