নিজেদের প্রথম ম্যাচে ফিল্ডারদের একের পর এক মিসের মহড়ায় হারের দায় দিয়েছিলেন সিলেট স্ট্রাইকার্সের অধিনায়ক মাশরাফি বিন মুর্তজা। এবার রংপুর রাইডার্সের বিপক্ষে যে ব্যাটিং ব্যর্থতা দেখালো তার দল, সেই মিছিলে তিনি নিজেই সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন। মূলত ওয়ানডাউনে খেলতে নামায় তার প্রসঙ্গ টানা। মুর্তজার রানআউটের পর তাসের ঘরের মতো ভেঙে যায় সিলেটের ব্যাটিং লাইনআপ। শেষ পর্যন্ত দুই বিদেশি ক্রিকেটার বেন কাটিং ও বেনি হাওয়েলের ব্যাটে চড়ে নির্ধারিত ওভার শেষে ১২০ রানের মান বাঁচানো পুঁজি পেয়েছে সিলেট।
এর আগে আজ (মঙ্গলবার) মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে টস জিতে আগে ফিল্ডিং নেন রংপুরের অধিনায়ক নুরুল হাসান সোহান। চোখের সমস্যায় ভোগা সাকিব আল হাসানকে ছাড়া নামলেও, তাদের একাদশে যুক্ত হয়েছেন পাকিস্তানের সাবেক অধিনায়ক বাবর আজম। অন্যদিকে, আগের ম্যাচে হারের পর নতুন শুরুর আশায় ব্যাটিংয়ে নেমে ব্যর্থতার পরিচয় দিয়েছেন সিলেটের শান্ত-মিঠুনরা।