গুগলে যখন যা খুশি সার্চ করছেন। যখন যা খুশি জানতে ইচ্ছা করছে জেনে নিতে পারছেন মুহূর্তের মধ্যেই। তবে গুগলে সার্চ করে বিপদে পড়তে পারেন। এমন কিছু শব্দ আছে যা সার্চ করলে আপনার জেল জরিমানা হতে পারে। আবার এমন কিছু বিষয় আছে যা সার্চ করলে হ্যাকারদের নজরে পড়ে যেতে পারেন।
যুক্তরাজ্যের সাইবার সিকিউরিটি সংস্থা এসওপিএইচওএস জানিয়েছে, গুগলে নির্দিষ্ট কিছু শব্দ রয়েছে, সেগুলো লিখে সার্চ করলেই, টার্গেট করে হ্যাকাররা। এমন ৬টি শব্দের একটি বাক্যের কথা জানিয়েছে। নেটিজেনদের সতর্ক করে বলেছে, এই শব্দগুলো লিখে সার্চ করলে সাইবার আক্রমণের ঝুঁকি রয়েছে।
বাক্যটি হলো- ‘আর বেঙ্গাল ক্যাটস লিগ্যাল ইন অস্ট্রেলিয়া?’ এই প্রশ্ন লিখে যারা সার্চ করেছেন, প্রায় প্রত্যেকের ব্যক্তিগত তথ্য অনলাইনে ফাঁস হয়ে গিয়েছে। মনে প্রশ্ন আসতেই পারে, এটা কীভাবে হলো, কেন হলো?