বেতন-ভাতা নিয়ে শ্রমিক অসন্তোষের কারণে বন্ধ থাকা গাজীপুরের টিএনজেড অ্যাপারেলস কারখানা ২৩ দিন পর খুলে দেওয়া হয়েছে। শনিবার সকাল থেকেই শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন।
এর আগে কারখানা কর্তৃপক্ষ ও শ্রম মন্ত্রণালয়ের দেওয়া কথা অনুযায়ী, বৃহস্পতিবার সন্ধ্যায় সব শ্রমিকদের বেতন-ভাতা পরিশোধ করা হয়।
বাসন থানার ওসি মো. রাহেদুল ইসলাম বলেন, “শনিবার সকালে টিএনজেড গ্রুপের কারখানার শ্রমিকরা কাজে যোগ দিয়েছেন। কারখানাগুলোতে শান্তিপূর্ণ পরিবেশ বিরাজ করছে, এখন পর্যন্ত কোনো সমস্যা নেই।”
কারখানা কর্তৃপক্ষ ও শ্রমিকরা জানান, গাজীপুর মহানগরীর মোগরখাল এলাকার টিএনজেড অ্যাপারেলস লিমিটেড গ্রুপের পাঁচটি কারখানা রয়েছে। এসব কারখানার শ্রমিকরা বকেয়া বেতনের দাবিতে কয়েক দফা শ্রমিক আন্দোলন এবং ঢাকা-ময়মনসিংহ মহাসড়ক অবরোধ করে।