অ্যাপল সম্প্রতি নিজেদের নতুন অপারেটিং সিস্টেম বাজারে এনেছে। তার সঙ্গে যুক্ত হয়েছে ‘অ্যাপল ইন্টেলিজেন্স’।
কীভাবে ‘টাইপ টু সিরি’ ফিচার ব্যবহার করবেন সে বিষয়ে একটি নির্দেশনামূলক প্রতিবেদন প্রকাশ করেছে প্রযুক্তি সাইট ডিজিটাল ট্রেন্ডস। চলুন জেনে নেওয়া যাক এর বিস্তারিত।
ফিচারটি চালু করবেন কীভাবে?
সিরিতে টাইপ করার আগে প্রথমে নিশ্চিত করতে হবে সেটিংটি চালু করা আছে। অ্যাপল ইন্টেলিজেন্স সেটআপ করার সময়ই এটি চালু হওয়ার কথা। তবে, আরেকবার দেখে নেওয়া ভাল।
১. প্রথমে আইফোনের সেটিংস অ্যাপ চালু করুন।
২. ‘অ্যাপল ইন্টেলিজেন্স অ্যান্ড সিরি’ অপশনে যান।
৩. ‘টক অ্যান্ড টাইপ টু সিরি’ অপশনটি বেছে নিন।
৪. নিশ্চিত করুন, ‘টাইপ টু সিরি’ ফিচারের টগলটি ‘অন’ করা আছে।