আগামী এপ্রিলে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে আবারও পাকিস্তান যাবে বাংলাদেশ। এই ম্যাচের দু'দিন আগে ৩ এপ্রিল করাচিতে একমাত্র ওয়ানডে খেলবে দু'দল। এই ওয়ানডে ম্যাচে বাংলাদেশ দলের নেতৃত্ব দেবেন কে; মাশরাফি নাকি অন্য কেউ? ইনজুরির জন্য শ্রীলংকা সিরিজ মিস করায় বিশ্বকাপের পর সিলেটেই প্রথম খেলতে নামছেন তিনি। আগামী মাসে বিসিবির সভায় নেতৃত্ব হারালে এখানেই 'অধিনায়ক' মাশরাফির ক্যারিয়ারের ইতি ঘটতে যাচ্ছে।নিরাপত্তা ইস্যুতে প্রথম দুই দফায় পাকিস্তান সফরে যাননি মিডল অর্ডারের ব্যাটিং স্তম্ভ মুশফিকুর রহিম। তবে পাকিস্তান সফরের শেষ পর্বে দলের সঙ্গে তিনি যেতে পারেন। প্রথম দফা সফরের আগে মুশফিকের না যাওয়ার সিদ্ধান্তকে সম্মান জানালেও সেই সময়ে মাশরাফি নিজে পাকিস্তান সফরে যাওয়ার পক্ষে মত দিয়েছিলেন।