জনপ্রিয় গায়ক সালমান আহমদকে দল থেকে বহিষ্কার করেছে পাকিস্তান তেহরিক-ই-ইনসাফ (পিটিআই)। ইমরান খানের পরিবারকে সামাজিক মাধ্যমে আক্রমণ ও দলের মধ্যে বিভেদ সৃষ্টির অভিযোগে এ পদক্ষেপ নেওয়া হয়েছে।
পিটিআই চেয়ারম্যান ব্যারিস্টার গওহর বৃহস্পতিবার এক বিবৃতিতে আনুষ্ঠানিকভাবে সালমান আহমদের দলীয় সদস্যপদ বাতিলের ঘোষণা দেন। সিদ্ধান্তটি পিটিআইয়ের কোর কমিটির বৈঠকে গৃহীত হয়।
বিবৃতিতে উল্লেখ করা হয়েছে, ‘তিনি দলের মধ্যে গ্রুপ তৈরি এবং সামাজিক মাধ্যমে উসকানিমূলক কর্মকাণ্ডে জড়িত ছিলেন’।
পাশাপাশি সালমান আহমদকে নির্দেশ দেওয়া হয়েছে, তিনি ভবিষ্যতে পিটিআইয়ের সঙ্গে কোনো সম্পর্ক দাবি করতে পারবেন না বা দলটির প্রতিনিধিত্ব করতে পারবেন না।