শীতে ঠোঁট ফাটার সমস্যায় পড়েননি এমন মানুষ খুঁজে পাওয়া দুষ্কর। শীতের এই সময়টায় যত্নে না রাখলে ঠোঁটের চামড়া অতিরিক্ত শুষ্ক হয়ে যায়। অনেকেই শীতে ঠোঁট ফাটা থেকে বাঁচতে পেট্রোলিয়াম জেলি লাগান ঠোঁটে। তবে সবসময় এটি কাজ নাও করতে পারে। ঠোঁট কোমল রাখতে পেট্রোলিয়াম জেলির পাশাপাশি আরও কিছু উপাদান লাগাতে পারেন ঠোঁটে।
- গ্লিসারিন অনেকেই ত্বকের যত্নে ব্যবহার করেন। আবার ফাটা গোড়ালি থেকে বাঁচতেও উপাদানটি বেশ কার্যকর। গ্লিসারিন কিন্তু ঠোঁটেও ব্যবহার করতে পারবেন। গ্লিসারিনের সঙ্গে অল্প অলিভ অয়েল মিশিয়ে ঠোঁটে লাগান। ময়েশ্চারাইজারের কাজ করবে এটি।
- ঠোঁট নরম রাখতে পেট্রোলিয়াম জেলির সঙ্গে খানিকটা মধু মিশিয়ে নিন। তুলা দিয়ে সারা ঠোঁটে বুলিয়ে নিন মিশ্রণটি।
- ঠোঁটের যত্নে দারুণ কার্যকর একটি উপাদান হচ্ছে তিলের তেল। তিলে থাকা নানা স্বাস্থ্যকর উপাদান ভেতর থেকে যত্ন নেয় ঠোঁটের। ঠোঁট মসৃণ এবং মোলায়েম রাখতে শীতের মৌসুমে নিয়মিত ব্যবহার করতে পারেন এটি। রাতে ঘুমানোর আগে মধুর সঙ্গে তিলের তেল মিশিয়ে সেই মিশ্রণও লাগাতে পারেন ঠোঁটে। এতে ঠোঁট আর্দ্র থাকে।