ইউক্রেন ইস্যুতে সদ্য নির্বাচিত মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে ‘যে কোনো সময়’ আলোচনায় বসতে প্রস্তুত বলে জানিয়েছেন রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিন।
প্রেসিডেন্ট হিসেবে প্রত্যাবর্তনের কয়েক ঘণ্টার মধ্যে ইউক্রেন যুদ্ধের অবসান ঘটানোর কথা বলেছিলেন ট্রাম্প। জানুয়ারিতে হোয়াইট হাউসে ফিরবেন তিনি। রাশিয়ার অনুকূলে হলেও শান্তি চুক্তি মেনে নিতে ইউক্রেনকে বাধ্য করবেন বলেও হুঁশিয়ারি দিয়েছিলেন ডোনাল্ড ট্রাম্প।
বছর শেষে বার্ষিক সংবাদ সম্মেলনে ৭২ বছর বয়সী রুশ প্রেসিডেন্ট পুতিন বলেছেন, তার সৈন্যরা যুদ্ধক্ষেত্র এগিয়ে ছিল। তারপরেও তারা পরে আক্রমণ শুরু করে, যেটি নিয়ে তিনি অনুতপ্ত।
পুতিন স্বীকার করতে বাধ্য হন যে, তিনি জানেন না রাশিয়া কবে নাগাদ পশ্চিম কুর্স্ক অঞ্চল ফিরিয়ে নিতে পারবে; যেখানে গত আগস্টে ইউক্রেন সেনারা আগ্রাসন শুরু করে।
পুতিনের বার্ষিক প্রশ্নোত্তর সেশন মূলত টেলিভিশনে সম্প্রচার করা হয়।