ভোটের বাজেট পেরিয়ে অর্থনীতি মেরামতের পর্বে এসে ব্যয় নিয়ে সংযত থাকলেন নতুন অর্থমন্ত্রী; তার কাছে প্রবৃদ্ধির চেয়ে মূল্যস্ফীতি নিয়ন্ত্রণ অগ্রাধিকার পেল, কিন্তু উত্তরণের সুনির্দিষ্ট দিক নির্দেশনা মিলল না।
বিগত দিনের ছক অনুসরণ করে আবুল হাসান মাহমুদ আলী ৭ লাখ ৯৭ হাজার কোটি টাকার যে ব্যয়ের ফর্দ মেলালেন, তাতে সংকট মোচনে উদ্ভাবনী আর সাহসী পদক্ষেপের অভাব দেখতে পেলেন বিশ্লেষকরা।
আ ফ ম মুস্তাফা কামাল তার শেষ বাজেটে ‘স্মার্ট বাংলাদেশের দিকে’ যাত্রার সংকল্প করেছিলেন। অর্থমন্ত্রী হিসেবে প্রথম বাজেট দিতে এসে সেই যাত্রা এবার স্বপ্নময় করার কথা বললেন মাহমুদ আলী।