টানা পঞ্চমবারের মতো উচ্চাভিলাষী বাজেট ঘোষণা করেছে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন (ডিএসসিসি)। বুধবার (৩১ জুলাই) নগর ভবনে ২০২৪-২৫ অর্থবছরে ৬ হাজার ৭৬০ কোটি ৭৪ লাখ টাকার বাজেট ঘোষণা করেন সংস্থাটির মেয়র শেখ ফজলে নূর তাপস। প্রায় সব বছর এক-তৃতীয়াংশের বেশি বাস্তবায়ন না হলেও উচ্চাভিলাষী বাজেটেই থাকছে দক্ষিণ সিটি।
গত অর্থবছরে (২০২৩-২৪) ৬ হাজার ৭৫১ কোটি টাকার বাজেট ঘোষণা করে ডিএসসিসি। অথচ খরচ করতে সক্ষম হয় মাত্র ২ হাজার ৫৪১ কোটি ৮৬ লাখ টাকা। বাস্তবায়নের হার ৩৮ দশমিক ৫০ শতাংশ। একইভাবে আগের তিনটি অর্থবছরের বাজেট বাস্তবায়নও এক-তৃতীয়াংশের কম ছিল।
২০২০ সালের মে মাসে ডিএসসিসির মেয়রের দায়িত্ব নেন শেখ ফজলে নূর তাপস। সেই হিসেবে আজ ছিল তার পঞ্চম বা শেষ বাজেট। তাই এ বাজেটটি বাস্তবতার আলোকে ঘোষণা করার প্রয়োজন ছিল বলে মনে করেন নগর পরিকল্পনাবিদ ড. আদিল মুহাম্মদ খান। তিনি বলেন, প্রতি বছর বাজেটের আকার ও বাস্তবায়নের হার বিশ্লেষণ করলেই বোঝা যায়, এগুলো ডিএসসিসির উচ্চাভিলাষী বা লোক দেখানো বাজেট। এমন লোক দেখানো কাজে সেবামূলক প্রতিষ্ঠানের প্রতি মানুষ আস্থা হারাবে।