গত ২৮ অক্টোবর বিএনপির সমাবেশের দিনে সংঘর্ষের পর থেকে ডাকা হরতাল-অবরোধে সারা দেশে ২৮৫ যানবাহনে আগুন দেওয়া হয়েছে বলে ফায়ার সার্ভিস জানিয়েছে।
এর মধ্যে ১৮০টি বাস, ৪৫টি ট্রাক, ২৩টি কভার্ড ভ্যান, আটটি মোটরসাইকেল ও অন্যান্য বাহন পুড়েছে ২৯টি।
রোববার এক বিজ্ঞপ্তিতে ফায়ার সার্ভিস জানায়, ২৮ অক্টোবর থেকে ২৪ ডিসেম্বর সকাল ৬টা পর্যন্ত ২৮৯টি অগ্নিসংযোগের খবর পেয়েছে তারা। এতে ২৮৫টি যানবাহনের পাশাপাশি ১৫টি স্থাপনাও ক্ষতিগ্রস্ত হয়েছে।
সবশেষ রোববার সকাল ৬টা পর্যন্ত আগের ১২ ঘণ্টাতেও চারটি বাসে আগুন দেওয়া হয়েছে বলে জানিয়েছে সংস্থাটি। এর মধ্যে ঢাকা শহরে তিনটি এবং কুমিল্লায় একটি বাস ভস্মিভূত হয়েছে।