ছাড়পত্র পেলেও কার্যকারিতা সনদ নেই ৯২ শতাংশ ভবনের

সমকাল প্রকাশিত: ১০ মার্চ ২০২৪, ১১:০৪

রাজধানীতে ভবন নির্মাণে ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্স থেকে ছাড়পত্র নেওয়া বাধ্যতামূলক। এর পর ফায়ার সেফটি প্ল্যান বাস্তবায়ন করে নিতে হয় কার্যকারিতা সনদ। কিন্তু ভবনে অগ্নিনির্বাপণ ব্যবস্থা বাস্তবায়নের বিষয়টি নিশ্চিত করে এই সনদ নেন না অধিকাংশ ভবন মালিক। পরে ফায়ার সার্ভিস তাদের সনদ সংগ্রহের নোটিশ দেয়। এসব নোটিশে ছয় মাসের মধ্যে কার্যকারিতা সনদ নিতে বলা হয়। কিন্তু বছরের পর বছর এটি সংগ্রহের আবেদন জমা পড়ে না। আইন অমান্য করা এসব ভবন মালিককে নোটিশ দিয়েই খালাস ফায়ার সার্ভিস।


সংস্থাটির একটি পরিসংখ্যানে দেখা গেছে, গত চার বছর দুই মাসে ৬ হাজার ২৮৪টি ছাড়পত্র নিয়েছেন ভবন মালিকরা। তবে কার্যকারিতা সনদের জন্য আবেদন পড়েছে মাত্র ১ হাজার ২৮২টি। এর মধ্যে যাচাই-বাছাই শেষে ৫১০টি ভবনকে কার্যকারিতা সনদপত্র দিয়েছে ফায়ার সার্ভিস।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন

ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us