সংসদে আবারও প্রধান বিরোধী দল হওয়া নিশ্চিত করতে আওয়ামী লীগের কাছে ৫০ আসনে ছাড় চাইলেও জাতীয় পার্টি (জাপা) পেয়েছে ২৬টি। এতে ‘ক্ষুব্ধ’ জাপা ভোট থেকে সরে যাওয়ার ইঙ্গিত দিলেও, শেষ পর্যন্ত ক্ষমতাসীনরা যা দিয়েছে, তা মেনেই গতকাল রোববার নির্বাচনে থাকার ঘোষণা দেয়। এর পরপরই জাপাকে দেওয়া আসন থেকে নৌকার প্রার্থী প্রত্যাহার করে নির্বাচন কমিশনে চিঠি দেয় আওয়ামী লীগ।
বিএনপিবিহীন আগামী ৭ জানুয়ারির নির্বাচনে আসন বাটোয়ারা নিয়ে ৬ ডিসেম্বর থেকে দফায় দফায় বৈঠক করে আওয়ামী লীগ ও জাতীয় পার্টি। গত শুক্রবার রাতে ক্ষমতাসীনরা জানিয়ে দেয়, ২৬টির বেশি আসন ছাড়া হবে না। লাঙ্গলের দখলে থাকা সাতটি আসন এ তালিকায় নেই। দলের তিন কো-চেয়ারম্যানও ছাড় পাননি। এর পরই শনিবার মধ্যরাতে জাপার জ্যেষ্ঠ নেতারা এক হয়ে ইঙ্গিত দেন, প্রত্যাশার সঙ্গে প্রাপ্তির হিসাব না মিললে বিকল্প ভাববেন। জাপা চেয়ারম্যান জি এম কাদের আরও কিছু আসন চেয়ে তালিকা পাঠান। কিন্তু আওয়ামী লীগ তাতে সাড়া দেয়নি।