পররাষ্ট্রমন্ত্রী এ কে আব্দুল মোমেন বলেছেন, অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য বাংলাদেশ বিদেশি কোনো চাপে নেই, তবে নিজেদের মধ্যেই সুষ্ঠু নির্বাচন করার চাপ আছে।
আজ বৃহস্পতিবার রাজধানীতে নর্থ সাউথ ইউনিভার্সিটিতে এক সেমিনার শেষে সাংবাদিকদের তিনি বলেন, 'গণতন্ত্রের নিজস্ব মূল্যবোধের জন্যই আমরা অবাধ ও সুষ্ঠু নির্বাচনের জন্য আমাদের নিজস্ব চাপের মধ্যে রয়েছি।'
তিনি বলেন, সরকার অবাধ, সুষ্ঠু ও অহিংস নির্বাচন করতে চায়, বিদেশি দেশগুলো তা সমর্থন করছে।
মোমেন বলেন, 'আমাদের চ্যালেঞ্জ এখন আরও বেশি ভোটার আনা।'