গভীর একাকিত্বের এই সাত লক্ষণ আপনার মধ্যেও নেই তো

প্রথম আলো প্রকাশিত: ২৫ নভেম্বর ২০২৪, ১৩:৪৯

চারপাশে বহু চেনা মানুষ, আত্মীয়স্বজন থাকলেও কিন্তু আপনি একা হতে পারেন। সংসার–সন্তান কিংবা ক্যারিয়ার নিয়ে তুমুল ব্যস্ত মানুষটিও দিন শেষে নিজেকে একলা আবিষ্কার করতে পারেন। অর্থাৎ সব থাকার পরও আপনি একা হতে পারেন। গভীর একাকিত্বের কিছু লক্ষণও থাকতে পারে আপনার মধ্যে। এমন লক্ষণ দেখা দিলে কিন্তু নিজের একাকিত্ব কাটাতে উদ্যোগী হয়ে উঠতে হবে আপনাকে। নইলে মনের দিক থেকে ভালো থাকবেন না। এমনকি একসময় আবেগীয় বিপর্যয়ের সম্মুখীনও হতে পারেন। একাকিত্বের সাতটি নিগূঢ় লক্ষণ সম্পর্কে জেনে নেওয়া যাক।


কাছের বন্ধু না থাকা


বন্ধুবান্ধব তো অনেকেরই থাকে। হয়তো আপনারও আছে। কিন্তু তাঁদের মধ্যে যদি কেউই আপনার কাছের বন্ধু না হন, তাহলে আপনার একাকিত্বে ভোগার আশঙ্কা আছে। নৈমিত্তিক বন্ধুত্ব, অর্থাৎ যে বন্ধুত্বে গভীরতা নেই, সেই বন্ধুর সংখ্যা অনেক হলেও আপনি আদতে একা।


নিজের ভালো দিক নিয়ে সন্দেহ


একজনের মধ্যে সব ধরনের গুণ থাকবে না, এটাই স্বাভাবিক। তবে পৃথিবীতে প্রত্যেক মানুষই কোনো কোনো না গুণের অধিকারী। নিজের ভালো দিকটি সম্পর্কে আপনি নিজে অবশ্যই জানেন। কিন্তু নিজের সেই ভালোটুকু নিয়েও যদি আপনার মধ্যে সন্দেহ থাকে, তাহলে হয়তো আপনি একাকিত্বে ভুগছেন।


সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ট্রেন্ডিং

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us