কারাবন্দি নেতা-কর্মীদের মুক্তির দাবি, মানবাধিকার রক্ষা এবং ‘গুম-খুনের শিকার’ ব্যক্তিদের স্বজনদের নিয়ে রাস্তায় নেমেছে বিএনপি।
নির্বাচনকালীন তত্ত্বাবধায়ক সরকারের দাবিতে দেড় মাসের বেশি সময় ধরে দফায় দফায় হরতাল-অবরোধ পালন আসা বিএনপি এবার টানা কর্মসূচি থেকে সরে এসে মানবন্ধন কর্মসূচি পালন করছে।
রোববার আন্তর্জাতিক মানবাধিকার দিবসে সকাল ১১টায় জাতীয় প্রেস ক্লাবের সামনের ফুটপাতে বিএনপির মানববন্ধন শুরু হয়, যা এক পর্যায়ে রূপ নেয় বড় জমায়েতে।
মানববন্ধনের এই কর্মসূচিতে বিএনপির স্থায়ী কমিটির সদস্য সেলিমা রহমান উপস্থিত হয়েছেন।
এছাড়া দলের কেন্দ্রীয় নেতাদের মধ্যে জয়নাল আবেদীন ফারুক, মোস্তাফিজুর রহমান বাবুল, নাজিম উদ্দিন আলম, তাইফুল ইসলাম ইসলাম টিপু, আফরোজা আব্বাস, শিরিন সুলতানা, মীর নেওয়াজ আলী, সুলতানা আহমেদ, রেহানা আখতার রানু, সৈয়দা আসিফা আশরাফী পাপিয়াসহ অনেক নেতারা যোগ দিয়েছেন, যারা দীর্ঘদিন আত্মগোপনে ছিলেন।