নির্বাচন প্রশ্নে দলীয় অবস্থান এখনো অস্পষ্ট সংসদে প্রধান বিরোধী দল জাতীয় পার্টির (জাপা)। তবে দলটির নীতিনির্ধারণী সূত্র জানিয়েছে, জনমতের বিরুদ্ধে গিয়ে এবার ক্ষমতাসীন আওয়ামী লীগের সঙ্গে কোনো ধরনের ‘সমঝোতার’ নির্বাচনে যেতে ইচ্ছুক নন জাপার শীর্ষ নেতৃত্ব। কিন্তু দলের ভেতরে-বাইরের নানামুখী চাপে স্থির সিদ্ধান্তেও যেতে পারছেন না।
সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এমন পরিস্থিতির মধ্যেই নির্বাচনের প্রস্তুতি রাখছে জাপা। তারই অংশ হিসেবে আগামী জাতীয় নির্বাচনে অংশ নিতে গেলে মনোনয়ন ফরম তৈরি, আসনভিত্তিক প্রার্থী তালিকাসহ এ–সংক্রান্ত যত ধরনের দাপ্তরিক কার্যক্রম থাকে, তার সবই সম্পন্ন করে রাখা হয়েছে। এখন শুধু ঘোষণা দিয়ে নির্বাচনী কার্যক্রম শুরু করা বাকি।
জাপার দায়িত্বশীল একটি সূত্র জানিয়েছে, নির্বাচনে অংশগ্রহণ, নাকি বর্জন—এ বিষয়ে সিদ্ধান্ত প্রকাশ করতে দলের শীর্ষ নেতৃত্ব আরও কয়েক দিন সময় নিতে পারেন। সেটি ২০ নভেম্বরের আগে হওয়ার সম্ভাবনা কম। এর পরেই দ্রুত দলটির নির্বাচনী কার্যক্রম শুরু হতে পারে। কারণ, হাতে সময় কম। এক সপ্তাহের মধ্যে মনোনয়ন ফরম বিক্রি, আসনভিত্তিক প্রার্থীদের সাক্ষাৎকার গ্রহণসহ মনোনয়ন শেষ করতে হবে। কারণ, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী, ৩০ নভেম্বর প্রার্থীদের মনোনয়নপত্র দাখিলের শেষ দিন।