শনিবার (২৮ অক্টোবর) ঢাকায় সমাবেশের ডাক দিয়েছে আওয়ামী লীগ ও বিএনপি। ক্ষমতাসীন আওয়ামী লীগ ও তার প্রধান প্রতিদ্বন্দ্বী বিএনপি উভয় দলই রাজধানীর রাজপথ দখলে রাখতে ব্যাপক প্রস্তুতি নিয়েছে। একই সময়ে দেড় কিলোমিটার দূরত্বের মধ্যে দুই দলের মহাসমাবেশকে কেন্দ্র করে রাজনীতিতেও টানটান উত্তেজনা বিরাজ করছে।
অবশ্য দুই দল থেকেই জানানো হয়েছে, তারা শান্তিপূর্ণভাবে সমাবেশ সফল করতে চায়। তবে একই দিনে পূর্বানুমতি ছাড়া রাজধানীতে জামায়াতে ইসলামীর সমাবেশে ঘোষণায় জনমনে শঙ্কা তৈরি হয়েছে। ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) নির্দেশ অমান্য করে জামায়াত কর্মসূচি পালন করতে গেলে পরিস্থিতি কোন দিকে গড়াবে, সেই প্রশ্ন সামনে এসেছে।
সব মিলিয়ে ২০২৩ সালের ২৮ অক্টোবর শান্তিপূর্ণ থাকবে নাকি ২০০৬ সালের ২৮ অক্টোবরের মতো সহিংসতায় রূপ নেবে, এ নিয়ে জনমনে উদ্বেগ-উৎকণ্ঠা দেখা দিয়েছে।