আগামীকাল ২৮ অক্টোবর ঘিরে অনেক জল্পনা-কল্পনা চলছে। দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ আমরা দেখছি। সংঘাত পরিস্থিতি তৈরি হতে পারে; নাও হতে পারে। তবে সংঘাত পরিস্থিতি তৈরি হলে সেটি আগামী রাজনীতির জন্য ভালো হবে না। তার প্রভাব নির্বাচনে পড়বে এবং আরও বড় ধরনের সংঘাতের পরিবেশ তৈরি হবে। সে জন্য আশা করি, সংঘাত হবে না। দুই দল যার যার মতো কর্মসূচি পালন করবে।
পাল্টাপাল্টি কর্মসূচির সংস্কৃতি মোটেও ভালো নয়। এগুলো সংঘাতে ইন্ধন জোগায়। তা ছাড়া উভয় দল যেভাবে নিজ নিজ অবস্থানে অনড়, তাও ভালো লক্ষণ নয়। এই অবস্থানে থেকে যে নির্বাচন অনুষ্ঠিত হবে, তা কতখানি গ্রহণযোগ্য হবে বা আদৌ গ্রহণযোগ্য হবে কিনা, সেটি বড় প্রশ্ন।
সংঘাতের মধ্যে নির্বাচন হলে খারাপ সংস্কৃতিই আমরা দেখব। এমনিতেই নির্বাচনের প্রতি মানুষের আস্থা নেই বললেই চলে। ভোটাররা এখন ভোট দিতে কেন্দ্রে যেতে চান না। ভোটারদের নিয়ে যাওয়ার জন্য অর্থকড়ি খরচ, পেশিশক্তির ব্যবহার, ভোটকেন্দ্র দখল– এগুলোই হয়তো আমরা দেখব এবং এগুলোই হতে থাকবে।