You have reached your daily news limit

Please log in to continue


কী হবে ২৮ অক্টোবর: দুই পক্ষের ‘অনড় অবস্থানে’ বাড়ছে উদ্বেগ

ঢাকায় প্রায় তিন দশক ধরে রিকশা চালান হবিগঞ্জের আহাম্মদ উল্লাহ; জীবনে তিনি অনেক ঘটনার সাক্ষী। দেশে যখন রাজনৈতিক অস্থিরতা বাড়ে, তার মাথায় প্রথম আসে রুটি-রুজির চিন্তা।

২৮ অক্টোবর ঢাকায় দুই বিরোধী পক্ষের রাজনৈতিক সমাবেশের দিন কোনো সংঘাত-সহিংসতা হলে নিজে নিরাপদ থাকতে পারবেন কি না, সেই দুশ্চিন্তাও তার হচ্ছে।

আহাম্মদ আলী বিডিনিউজ টোয়েন্টিফোর ডটকমকে বলেন, “রাস্তায় নামবাম, একটা এক্সিডেন্ট অইতে পারে, মারামারি লাগলে আমারও সমস্যা অইতে পারে। সমাবেশ মানেই তো রাস্তাঘাট সবাই বন্ধ কইরা দিব।”

দুই দলের পাল্টাপাল্টি সমাবেশ গত কয়েক মাসে হয়েছে অনেকগুলোই। এক কিলোমিটারের মধ্যে দুই পক্ষই শান্তিপূর্ণ জমায়েত করার পর প্রশংসা করেছেন বিদেশিরাও। সরকারের পক্ষ থেকেও সহনশীল রাজনীতির উদাহরণ টানা হয়েছে।

তবে ২৮ অক্টোবরকে ঘিরে উদ্বেগের কারণ ১৭ বছর আগের এই দিনটির স্মৃতি।

২০০৬ সালের এই দিনটিতেও ঢাকায় আওয়ামী লীগ, বিএনপি ও জামায়াতের সমাবেশের ছিল পাশাপাশি এলাকায়, ঘটে যায় তুলকালাম। পরে সংঘাত সহিংসতার এক পর্যায়ে জারি হয় জরুরি অবস্থা।

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন