নাম পরিবর্তন করে ইসির নিবন্ধন পেল আরেকটি পর্যবেক্ষক সংস্থা

আজকের পত্রিকা প্রকাশিত: ১০ অক্টোবর ২০২৩, ১৯:৩৬

দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে নাম পরিবর্তন করে আরও একটি দেশীয় পর্যবেক্ষক সংস্থা নির্বাচন কমিশনের (ইসি) নিবন্ধন পেয়েছে। হিউম্যান রাইটস ওয়াচ কমিশন নাম পরিবর্তন করে মুভমেন্ট ফর সোস্যাল জাস্টিস নামে ইসির নিবন্ধন পেয়েছে। এ নিয়ে ইসির নিবন্ধিত পর্যবেক্ষক সংস্থার সংখ্যা দাঁড়াল ৬৭টি। 


আজ মঙ্গলবার ইসির সহকারী পরিচালক (জনসংযোগ) মো. আশাদুল হক আজকের পত্রিকাকে এ তথ্য জানিয়েছেন। 


মো. আশাদুল হক বলেন, প্রথম দফায় যাচাই-বাছাইয়ে টিকে যাওয়া ৬৮টি সংস্থার মধ্যে রূপনগর শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন-রিহাফ এবং হিউম্যান রাইটস ওয়াচ কমিশন-এর বিরুদ্ধে কমিশনে অভিযোগ জমা পড়ে। কমিশনের নির্দেশনা অনুযায়ী নাম পরিবর্তন করে হিউম্যান রাইটস ওয়াচ কমিশন তাদের প্রতিষ্ঠানের নাম মুভমেন্ট ফর সোস্যাল জাস্টিস নামে সংশোধিত কাগজপত্র ইসিতে জমা দেয়। সে পরিপ্রেক্ষিতে কমিশন ৬৭তম স্থানীয় পর্যবেক্ষক সংস্থা হিসেবে মুভমেন্ট ফর সোস্যাল জাস্টিসকে চূড়ান্ত নিবন্ধন দেয়। একই সঙ্গে রূপনগর শিক্ষা ও স্বাস্থ্য সহায়তা ফাউন্ডেশন-রিহাফকে নিবন্ধন না দেওয়ার সিদ্ধান্ত দিয়েছে। 

সম্পূর্ণ আর্টিকেলটি পড়ুন
ঘটনা প্রবাহ

উপজেলা নির্বাচনের তফসিল হতে পারে কাল

প্রথম আলো | নির্বাচন কমিশন কার্যালয়
৯ মাস আগে

সংবাদ সূত্র

News

The Largest News Aggregator
in Bengali Language

Email: [email protected]

Follow us